আবেশ চা স্পন্সরিং ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ ফাইনাল, স্থানঃ মিরপুর ১৩।

 ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ ফাইনাল। আর্জেন্টিনা বনাম ফ্রান্স, সময় রাত ৯টা। স্থানঃ মিরপুর ১৩, বিআরটিএ।
 
ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় কাঁপছে পুরো বিশ্ব। আমাদের বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আর্জেন্টিনার সমর্থক, আর সেই আর্জেন্টিনাই ফাইনালে খেলছে। ৩৬ বছর পর আবার কাপ উঁচিয়ে ধরার তীব্র আকাঙ্খা। অন্য গ্রহের ফুটবলার মেসির হাতে বিশ্বকাপ ফুটবলের কাপ দেখার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ। এর বিপরীতে আছে বর্তমান বিশ্বকাপ জয়ী ফ্রান্স। মিরপুরের বাসিন্দাদের এই ঐতিহাসিক মুহূর্তকে সরাসরি দেখার সুযোগ করে দেওয়ার জন্য যুক্ত হয় আবেশ চা। সেখানে বিশাল স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করে আবেশ চা। সাথে ছিল ফ্রি চা খাওয়ার সুবিধাও। সবার সহযোগিতা এবং অংশগ্রহণে আয়োজন হয়ে উঠে উপভোগ্য। মিরপুর বাসিকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।