Amer Achar

উপকরণ

  • কাঁচা আম- ১ কেজি
  • কালো সরিষা- ১ টেবিল চামচ
  • শুকনো মরিচ- ২ টি
  • কালো জিরা- ১/২ টেবিল চামচ
  • পাঁচফোড়ন- ১ টেবিল চামচ
  • মৌরি- ১ টেবিল চামচ
  • রসুন বাটা- ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • সাদা ভিনেগার- ১/২ কাপ
  • সরিষার তেল- ১ কাপ
  • নাগা মরিচ ৫-৬ টি বড় টুকরো করা
  • লবণ- স্বাদমতো
  • চিনি- ১/৩ কাপ